দেশত্যাগ নয়, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে আমির
ভারতের অসহিষ্ণুতা নিয়ে কথা বলে এই মুহূর্তে নিঃসন্দেহে দেশটির সবচেয়ে বিতর্কিত ব্যক্তি বলিউড সুপারস্টার আমির খান। এবার তিনি সত্যি দেশ ছেড়েছেন। না, একেবারে তল্পি-তল্পা নিয়ে মার্কিন মুলুকে সংসার পাততে যাননি, বরং গিয়েছেন চিকিৎসার জন্য।
গতকাল শুক্রবার গভীর রাতে, নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে দিল্লি বিমানবন্দর দিয়ে উড়াল দেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে। তবে স্ত্রী কিরণ রাও এবং সন্তানেরা সঙ্গে গিয়েছেন না কি তা এখনও স্পষ্ট নয়। গতকাল ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, সপরিবারে ভারত ছেড়েছেন আমির।
জানা যায়, আমির পুরো ব্যাপারটা গোপন রাখতে চেয়েছিলেন। সেই জন্যই দুর্ভেদ্য নিরাপত্তা-বেষ্টনীর মধ্যে দিয়ে তাঁকে বিমান পর্যন্ত পৌঁছে দিয়ে আসা হয়েছে।
আমিরের ঘনিষ্ঠ মহলের দাবি, কিছু দিন আগেই ‘দঙ্গল’ ছবির শুটিং চলাকালীন ঘাড়ে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন অভিনেতা। চিকিৎসার জন্যই এ বার বিদেশ পাড়ি দিলেন তিনি।
তবে কবে দেশে ফিরছেন আমির, সেটা আপাতত জানা যাচ্ছে না। নিন্দুকেরা অবশ্য বলছে, এসবই না কি আমিরের নিরাপদ আস্তানার খোঁজ।
মন্তব্য চালু নেই