দেশটাই তো সিনেমা হল : আফজাল হোসেন

দেশে সিনেমা হল গুলো বন্ধ হয়ে যাচ্ছে। যাক, পুরো দেশটাই তো সিনেমা হল। রোজ মর্নিং শো থেকে নাইট শো চলছে বিরামহীন, চলছেই। দর্শকেরা হা করে দেখে চলেছে কত রকম হাই ভোল্টেজ ড্রামা।

খুন, গুম, ধর্ষন, দূর্ঘটনায় সমৃদ্ধ। বিচিত্র পদের নষ্টামিতে ভরপুর। নৃত্যগীত না থাকুক আনন্দময় অশ্লীলতা এ পূর্ণদৈর্ঘ্য সিনেমার পরতে পরতে। সংলাপে, আচরনে, মূর্খতা ও বর্বরতা দেখার সুযোগ চলচ্চিত্রে অহরহ মেলে না, দেশ নামের এই প্রেক্ষাগৃহে যা নিত্যদিন সগৌরবে চলছে, সবই আছে ষোলো ছাড়িয়ে আঠারো আনা।
এমন দেশে সিনেমাহলের কি প্রয়োজন বা চলচ্চিত্র নির্মিত না হলেও কি যায় আসে…



মন্তব্য চালু নেই