দেব-সায়ন্তিকার রোমান্স (ভিডিও)
ইউটিউবে হিরোগিরি সিনেমার ‘ও মারিয়া’ গানের পর সম্প্রতি মুক্তি পেয়েছে আরও একটি গান ‘কে তুই বল’। নতুন এই গানটিতে দেবের সঙ্গে রোমান্সে দেখা গেছে সায়ন্তিকাকে। খুব শিগগিরি টালিউডে মুক্তি পেতে চলেছে হিরোগিরি সিনেমাটি।
সিনেমাটির ‘কে তুই বল’ গানটিতে দেব-সায়ন্তিকা জুটির রোমান্স ইতিমধ্যেই সাড়া ফেলেছে। অনেকের মতে, সায়ন্তিকার এরকম রোমান্টিক উপস্থিতি টালিউড সিনেমায় এর আগে দেখা যায়নি। কখনো গোলাপি, কখনো হলুদ পোশাকে মায়াবী সায়ন্তিকার সঙ্গে দেবের রোমান্টিকতায় মুগ্ধ ভক্তরা।
দেব, সায়ন্তিকা ছাড়াও হিরোগিরি সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কোয়েল ও মিঠুন চক্রবর্তীতে। সিনেমাটির পরিচালক রবি কিনাগী। জিৎ গঙ্গোপাধ্যায়ের কম্পোজিশনে ‘কে তুই বল’ গানটি গেয়েছেন অরিজিৎ সিং। হিরেগিরি কেমন সাড়া ফেলবে তা মুক্তির পরেই জানা যাবে। তবে হিরোগিরি যে রোমান্সেও মাত করবে তার ইঙ্গিত রেখেছে নতুন গানটিতেই।
দেখুন: হিরোগিরি সিনেমার দেব-সায়ন্তিকার ‘কে তুই বল’ গানটি
https://www.youtube.com/watch?v=QrH-n9wQ784
মন্তব্য চালু নেই