দেবাশীষের হিরোগিরিতে মীম

নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস নির্মাণ করতে যাচ্ছেন তার নতুন ছবি ‘হিরোগিরি’। আর এ ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করতে চুক্তি করেছেন বিদ্যা সিনহা মীম।

মীম জানান, ‘শুধু আমি চুক্তি করেছি ছবিটিতে অভিনয় করবো বলে। কিন্তু আমার হিরো কে এবং কবে থেকে শ্যুটিং শুরু হবে কিছুই জানি না।’

জানা যায়, খুব শিগগিরই দেবাশীষ তার নতুন এ ছবির শ্যুটিং শুরু করবেন। এরই মাঝে তিনি সব কাজ গুছিয়ে এনেছেন। ভালোবাসা জিন্দাবাদ ছিল তার পরিচালিত মুক্তিপ্রাপ্ত শেষ ছবি।



মন্তব্য চালু নেই