দেখে নিন শহীদ কাপুর ও মিরার বিয়ের এ্যালবাম
শহীদ কাপুর-অমৃতা সিং’র ‘বিবাহ’ সিনেমাটি নিশ্চয় দেখেছেন। ওই সিনেমার শিক্ষা হল বিবাহ মানে অনেক ঝড়-ঝঞ্জাট, পরিশেষে মধুর মিলন। ঝড়-ঝঞ্জাটের খবর জানা না গেলেও শহীদের বিয়ে ঠিকঠাক মতোই সম্পন্ন হয়েছে মঙ্গলবার দুপুরে।
আওয়ার নিউজ বিডি’র পাঠকদের জন্য শহীদ কাপুর ও মিরার বিয়ের কিছু ছবি নিচে দেওয়া হলো:
মন্তব্য চালু নেই