দেখুন নিজের বাচ্চাকে বাঁচাতে সাপের সঙ্গে এক খরগোশের লড়াই! (ভিডিও)
নিজের বাচ্চা বলে কথা কিন্তু ঘটনাটি মানুষের ক্ষেত্রে নয়। বাচ্চা বিপদ পড়লে মানুষ তাকে বাঁচাতে সব ধরনের পদক্ষেপই নিয়ে থাকে। কিন্তু জন্তুরাও যে তাদের সন্তানের প্রতি একইভাবে সক্রিয়, সেটা আগে অনুধাবন করা যায়নি।
ভিডিওতে দেখা গেছে, একটি খরগোশ নিজের বাচ্চাদের রেখে খাবারের সন্ধানে যায়। এসে দেখে তার বাচ্চার চারপাশে একটি সাপ। এ অবস্থা দেখে খরগোশটি মানুষের মতোই কোনো কিছু না ভেবে বাচ্চাদের বাঁচাতে সাপটির ওপর ঝাঁপিয়ে পড়ে।
কীভাবে খরগোশটি নিজের বাচ্চাকে বাঁচাতে সাপটির সঙ্গে লড়াই করছে তা ভিডিও দেখেই অনুমেয়।
ভিডিও:
মন্তব্য চালু নেই