দেখুন নায়লা নাঈমের নতুন ভিডিও

মডেল নায়লা নাঈম তার ফেসবুকে নতুন একটি ভিডিও প্রকাশ করেছেন। ইতিমধ্যেই ভিডিওটি দেখেছেন দেড় লাখের কাছাকাছি মানুষ।ভিডিওটিতে দেখা যায়, সারাদিন খুব ব্যস্ত থেকে বাসায় ফিরে দেখে তার মা বাসায় নেই, আর তার তো লেগেছে ক্ষুধা। এখন সে কি খাবে? তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে এবং তার মোবাইলে কিছু একটা করে কিচ্ছুক্ষণ অপেক্ষা করতে বলে। সেই কিছুক্ষণটা হচ্ছে ৪৫ মিনিট। তারপর তার দরজায় এক পান্ডা নিয়ে আসে তার খাবার।

naila

আসলে ভিডিওটি ছিল একটা অনলাইন ফুড অর্ডারের বিজ্ঞাপন। যা মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসেই খাবার অর্ডার করতে পারবেন।

সব কিছুই বোঝা গেল কিন্তু নায়লা নাঈমের এতো ক্ষুধা লাগা সত্ত্বেও তিনি আরও ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করছিলেন তার খাবারের জন্য। ব্যাপারটা মনে হয় একটু হাস্যকর।

naila na

ভিডিও:



মন্তব্য চালু নেই