দেখুন তো চিনতে পারেন কিনা?
দেখুন তো চিনতে পারেন কিনা। একটু ভাল করে লক্ষ্য করলেই হয়তো চেনা সম্ভব। ছবির লোকটি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগার।
রমজান মাসে রোজা পালনরত অবস্থার এই ছবিটি তিনি তাঁর ফেসবুক টাইমলাইনে পোস্ট করেছেন।
ছবির সাথে ক্যাপশনে লিখেছেন, ‘আমার দেশের আপনরা, কেমন কাটছে পবিত্র সিয়াম এর মাস?’
ভক্তরা ছবিটিতে লাইক-কমেন্টে ভাসিয়ে দিয়েছেন ।
মন্তব্য চালু নেই