দৃঢ় ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সারজিল খানের হাফসেঞ্চুরি
অস্ট্রেলিয়া ও পাকিস্তানের ওয়ানডে চলছে। অস্ট্রেলিয়ার পার্থে হচ্ছে এই ক্রিকেট লড়াই। অসিরা টস জিতলেও শুরুতে ফিল্ডিং নেয়। আর ব্যাটিংয়ে নেমে শুরুতেই হাফিজকে হারায় পাকিস্তান।
তবে হাফিজ বিদায় নিলেও ঝড়ো ব্যাটিং শুরু করেন ওপেনার সারজিল খান। এক সময় স্কোর বোর্ডে দেখা যায় ১২ বলে ২৬ রান করেছেন তিনি। এখানে ১টি ছক্কা ও ৪ চারের মার।
আরও ৪টি চার যোগ করে সারজিল খান এ ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন। সর্বশেষ খবরে পাকিস্তান ৩ উইকেট হারিয়ে ১৪০ রান করেছে। সারজিলের পর বাবর আজম হাফসেঞ্চুরির পথে রয়েছেন।
এরই মধ্যে ২৭ ওভারের খেলা শেষ হয়েছে। ৫ ম্যাচের এই ওয়ানডে সিরিজে এখন ১-১ এ সমতা রয়েছে। আজকের ম্যাচটি যে কোনো এক দলের এগিয়ে যাওয়ার। আর এর পরের ম্যাচটি হবে সিরিজ নিধারর্ণী ম্যাচ।
মন্তব্য চালু নেই