দৃষ্টিহীন স্ত্রীর জন্য ফুলের বাগান তৈরি করলেন বৃদ্ধ প্রেমিক!
স্ত্রী চোখের দৃষ্টি হারিয়েছেন। অথচ সেই স্ত্রীর জন্যই দিনের পর দিন খেটে বাগান বানালেন স্বামী। সবাই ভাবল, হায়-রে এমন সুন্দর বাগান দেখবে কে! কিন্তু বৃদ্ধ প্রেমিক জানেন, বাগান দেখতে চোখ লাগে না। ফুলের সুবাস ভালবাসার বার্তা পৌঁছে দেয় প্রেমিকার হৃদয়ে।
এই প্রেম-কাহিনি জাপানের। আচমকাই অন্ধ হয়ে যান মিস্টার কুরোকির স্ত্রী। মাত্র ৫২ বছর বয়সে দৃষ্টি হারিয়ে স্বাভাবিকভাবেই হতাশায় ডুবে যান তিনি। কিন্তু স্ত্রীকে সেই হতাশা থেকে বের করতে এক অকল্পনীয় উৎসাহ নিয়ে বাগান করতে শুরু করে দেন কুরোকি।
বাগানে যেন ফুলের কার্পেট বিছানো আছে। একদিন দু’দিনে হয়নি। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একটার পর একটা গাছ লাগিয়ে ফুলের বাগিচা বানিয়ে ফেলেছেন। আর সেই বাগানের সুবাস তাঁর বাড়ির বাতাসকে করে তোলে সুবাসিত। পৌঁছে যায় প্রেমিকার হৃদয়ে। জীবনসঙ্গীর জন্য জীবনপাত পরিশ্রম বৃথা যায়নি। সত্যি সত্যিই হতাশা থেকে বেরিয়ে এসেছেন কুরোকির স্ত্রী।
সত্যিই তো তিনি এখন দেখতে পান। ছুঁয়ে দেখতে পারেন ফুলের মতো নরম ভালবাসাকে। প্রতিটি নিঃশ্বাস-প্রশ্বাসে অনুভব করেন সেই ভালবাসাকে। একদিন যা ছিল শুধুই এক প্রেমিকের সাধনা তাই এখন হয়ে উঠেছে দ্রষ্টব্য স্থান। কত লোক যে রোজ ফুল দেখতে আসেন তার ঠিক নেই। আর বসন্তের দিনে প্রতিদিন কমপক্ষে ৭ হাজার মানুষের ভিড় হয় এই ভালবাসার বাগান দেখতে।
মন্তব্য চালু নেই