দৃষ্টিহীনদের জন্য চশমা বানিয়ে তাক লাগালেন একাদশ শ্রেণীর ছাত্র!

ভারতের অরুণাচল প্রদেশের একাদশ শ্রেণীর ছাত্র অনঙ্গ তাদর। তবে অন্যান্য এই বয়সি ছেলেদের থেকে ভাবনা-চিন্তায় বরাবরই আলাদা অনঙ্গ। অসীম জেদ, অসীম ধৈর্য্য। আর সেই ধৈর্য্যের ওপর ভর করেই অসাধ্যকে সাধ্য করে দেখাল অনঙ্গ। দৃষ্টিহীন মানুষের জন্য আবিস্কার করলেন এমন এক চশমা। যা কিনা সামনে আসা বাধা-বিপত্তির সংকেত পৌঁছে দেবে দৃষ্টিহীণদের কাছে।
অনঙ্গ তাঁর এই আবিস্কারের নাম দিয়েছে গগল ফর ব্লাইল্ড। ইতিমধ্যেই অনঙ্গের এই আবিস্কার জাতীয় স্বীকৃতি পেয়েছে। এমনকী, অনঙ্গের তৈরি করা এই চশমা বাজারে বিক্রির জন্য আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটি কোম্পানিও।

তা কীভাবে কাজ করবে এই বিশেষ চমশা ? চশমার মধ্যে ইকোলেকশন পদ্ধতি ব্যবহার করেছে অনঙ্গ৷ চশমার দু’দিকে যে আল্ট্রাসাউন্ড সেন্সর লাগান রয়েছে৷ যা দু মিটার দূরত্বের মধ্যে যে কোনও বাধা কিংবা বিপত্তিকে আঁচ করে ফেলতে পারে৷ আর শব্দের মাধ্যমে ব্যক্তিকে সতর্কিত করে দিতে পারে৷ শব্দের পাশাপাশি এই বিশেষ চশমায় ভাইব্রেশন অ্যালার্ট সিস্টেমওও রয়েছে। যাঁরা দৃষ্টিহীনতার সঙ্গে সঙ্গে কানেও কম শোনেন। তাঁদেরও কাজে লাগবে এই চশমা। – ইন্টারনেট



মন্তব্য চালু নেই