দুষ্টুমিতে মাতলেন শাহরুখ-কাজল

ভারতীয় ছবির ইতিহাসে অন্যতম জনপ্রিয়তা পাওয়া ছবির তালিকায় আছে শাহরুখ-কাজল জুটির ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ছবিটি ২০ অক্টোবর উদযাপন করছে মুক্তির কুড়ি বছর। শাহরুখ-কাজল জুটির বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার জন্য এই ছবিটির ভূমিকা ছিল সবচেয়ে বেশী। আর তাদের ক্যারিয়ারের অন্যতম এই ছবিটির বিশ বছর উদযাপনের লক্ষে এবং এই অন্যতম সফল জুটিকে সম্মান জানাতে নির্মাতা রোহিত শেঠি ২ মিনিট উনপঞ্চাশ সেকেন্ডের একটি ভিডিও রিলিজ করেছেন। ভিডিওটি দেখে নিতে পারেন এখানে:

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এর কুড়ি বছর উদযাপন:

‘দিলওয়ালে’র সেটে রোমাঞ্চিত শাহরুখ-কাজল



মন্তব্য চালু নেই