দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষে মাগুরায় আলোচনা সভা

মাগুরা প্রতিনিধি : ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষে শুক্রবার মাগুরায় আলোচনা সভা, শপথ পাঠ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকাল ১০টায় কালেক্টরেট প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ আলোচনা সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্যা মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান।

এ সময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহাবুবর রহমান, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার বসু, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মাহনুল হক, দুদকের সহকারি পরিচালক তানভির আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে দুর্নীতি দমন কমিশন কর্তৃক গঠিত ‘মাগুরা জেলা সততা সংঘের’ সদস্যদের শপথ পাঠ করান জেলা প্রশাসক মাহবুবর রহমান।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কলেজ রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও দুর্নীতি দমন কমিশন কর্তৃক গঠিত মাগুরা জেলা সততা সংঘের’ সদস্যরা অংশ নেয়।



মন্তব্য চালু নেই