নতুনধারা নারায়ণগঞ্জ শাখার আলোচনা সভায় মোমিন মেহেদী

দুর্নীতিকে সু নীতি বলে চালিয়ে দেয়ার চেষ্টা চলছে

নতুনধারা বাংলাদেশ-এনডিবি নারায়ণগঞ্জ জেলা শাখার আলোচনা সভায় ধারা’র চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দুর্নীতিকে সু নীতি বলে চালিয়ে দেয়ার চেষ্টা চলছে। এই চেষ্টাকে কৌশলের রাজনৈতিক কর্মকান্ডের মধ্য দিয়ে আমরা প্রতিহত করবো; কেননা, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিলো একটি সত্যিকারের স্বাধীন ও মুক্ত মানচিত্র তৈরির লক্ষ্যে। সেই লক্ষ্যকে কোনভাবেই বিপর্যস্থ হতে দেয়া যাবে না। নতুনধারা বাংলাদেশ-এনডিবি নারায়নগঞ্জ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কমানো ও লোডশেডিং বন্ধের দাবীতে আলোচনা সভা অদ্য ৫ জুলাই নয়ামাটিস্থ আল জয়নাল মার্কেট (চতুর্থ তলা)-এ নারায়ণগঞ্জ জেলা শাখার ইফতার ও আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। বিশেষ অতিথি ছিলেন নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র প্রেসিডিয়াম মেম্বার ও জাতীয় সাংস্কৃতিকধারা’র সভাপতি কলামিস্ট মানিক চক্রবর্তী প্রেসিডিয়াম মেম্বার ও কৃষক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, ভাইস চেয়ারম্যান শেখ হাবিব খোকন, এম ইলিয়াস, শেখ রওশন আরা লিজা, নারয়াণগঞ্জ জেলা এনডিবি’র উপদেষ্টা আবুল বাসার ও আনোয়ার হোসেন।

নতুনধারা বাংলাদেশ-এনডিবি নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম বেপারীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ-এনডিবি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হাওলাদার ফিরোজ আলম। বক্তব্য রাখেন, নতুনধারা বাংলাদেশ-এনডিবি নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সভাপতি লিটন মাদবর, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল্লাহ, রিংকোন হোসেন সোহেল, নাসিমা সুলতানা প্রমুখ।



মন্তব্য চালু নেই