কবিতা
দুরন্ত প্রেমিক ঝড় – আজিজুর রহমান আজিজ – আবৃত্তিতে হাতাশি
দুরন্ত প্রেমীক ঝড়
আজিজুর রহমান আজিজ
মৃত নগরীর কফিনে
কে যেনো মেরেছে শেষ পেড়েকটি
যেনো মৃতের চেহারা চোখ কাণ
অধর কপল কপাল কেউ দেখতে না পায়,
আপন জনেরা তাই চোখ মোছে ধুলি কণায়,
প্রাচীনেরা যে পদ চিন্হ গেছে রেখে
সেই চিন্হ ছাড়া আর কিছু নেই অবশিষ্ঠ
জড়াগ্রস্থ জীর্ণ বায়ূ খুঁয়েছে আয়ূ,তার
সব নদী মিশেছে মরুতে,
তবু নি:শেষ হয়ে যায়নি নির্মলাদের
চোখের জল,
বেনুবালার কপালের সিঁদূর,হাতের শাখা
ঝিনুক রুদ্রাক্ষরের মালা বিধবা চারু লতার
রেহানার হাতের বেলোয়ারি চুড়ি
আলেয়ার নীলাম্বরীর কান্না
সবাই আজও নেয় নি:শ্বর ছাড়ে প্রশ্বাস
এই মৃত নগরীর বুকে
নগর তবু জাগেনা
সে থাকে কুম্ভকর্ণর ঘুমে অচেতন,
একটু আগে কে যেনো বলে গেলো কানে কানে
কফিনের ভেতর নাকি পড়ে অছে
এক দুরন্ত প্রেমীকের ঝড়
নিমগ্ন সে প্রিয়ার সংগে জড়াতে
দুদণ্ড প্রেম সংলাপে ।
( ২৬ এপ্রিল ২০১৪। ২৫৮ শান্তবন। দক্ষিনপাইক পাড়া।,মিরপুর ঢাকা ১২১৬)
মন্তব্য চালু নেই