দুবাইয়ে হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

দুবাইয়ে হার এড়াতে লড়ছে ইংল্যান্ড। কিন্তু এখনও তাদের সামনে অনেক কঠিন পথ। ড্র করতে হলে কাল ৫ম তথা শেষ দিনটা উইকেটে কাটিয়ে দিতে হবে তাদের। আর জিততে দরকার আরো ৩৬১ রান। অন্যদিকে পাকিস্তানের দরকার ৭ উইকেট। মানে জয়ের সম্ভাবনা পাকিস্তানের দিকেই উঁকি মারছে।

ইউনুস খানের সেঞ্চুরি, মিসবাহ এবং আসাদ শফিকের ভালো ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৩৫৪ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষনা করে পাকিস্তান।

৪৯১ রানের বিরাট টার্গেট দাঁড়ায় ইংল্যান্ডের সামনে। ১৯ রানে ২ উইকেট হারিয়ে মহা বিপদে পড়ে যায় তারা। এই বিপদ থেকে দলকে উদ্ধার করার চেষ্টা করেন ইয়ান বেল এবং জো রুট। বেল ৪৬ রানে ফিরে গেলে জো রুট ৫৯ রানে আছেন অপরাজিত।

কিন্তু দুবাই টেস্টে হার এড়াতে হলে কাল অসাধ্য সাধন করতে হবে জো রুটদের। এখনও ৩৬১ রান দূরে তারা। পড়ে গেছে মূল্যবান তিন উইকেট। দুবাইতে জয়ের স্বপ্ন দেখতেই পারে পাকিস্তান। এরআগে আবুধাবিতে প্রথম টেস্ট ড্র হয়েছিল।



মন্তব্য চালু নেই