দুবাইতে ছুটি কাটাতে গেলেন সালমান-লুলিয়া

সালমান খান আর তার প্রেমিকা লুলিয়ার সম্পর্ক নিয়ে যেন জল্পনার শেষ হচ্ছে না। এখন পর্যন্ত কেউ স্বীকার করেন নি তাদের মধ্যে সম্পর্ক আছে কিনা। তবে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায়। আর এবার দেখা গেল দুবাইয়ে। শোনা যাচ্ছে সেখানে একসঙ্গে ছুটি কাটাতে গেছেন।

শুধু কি ছুটি কাটানো, বিটাউনে বাতাসে শোনা যাচ্ছে অন্য খবরও। সালমান নাকি সেখানে লুলিয়াকে বিয়ের প্রস্তাব দিবেন বলে শোনা যাচ্ছে। কারণ সেখানকার এক হীরার দোকানে ঘুরতে দেখা যায় সালমানকে। আর সালমান নাকি হীরার আংটির সন্ধান করছিলেন।

তবে সম্প্রতি একটি ছবি সামাজিক সাইটে ভাইরাল হয়েছে তাদের। ছবিটি হল সালমানকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন লুলিয়া।

তাদের এমন সব কর্মকান্ডে বলিউডবাসী মনে করছেন খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন বলিউড এই সুপারস্টার।



মন্তব্য চালু নেই