‘দুপুর দুইটায় বের হবেন খালেদা’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘গণতন্ত্র হত্যা’ দিবসের সমাবেশে যোগ দিতে দুপুর দুইটায় গুলশানের কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করবেন। তাকে যেখানে বাধা দেয়া হবে সেখানেই তিনি সমাবেশ করবেন।
সোমবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।
সোহেল অভিযোগ করেন, খালেদা জিয়াকে ভয় দেখানোর জন্য তার কার্যালয় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তিনি এসব উপেক্ষা করে বের হওয়ার চেষ্টা করবেন।
নিরাপত্তার নামে অবরোধ বেষ্টনী তুলে নিতে সরকারের প্রতি আহ্বান জানান খালেদা জিয়ার প্রেস সচিব।
প্রসঙ্গত, এর আগে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে নিজ বাসায় অবরুদ্ধ খালেদা জিয়া বিকেলে বের হওয়ার চেষ্টা করেন। তবে পুলিশি বাধায় সে চেষ্টা ব্যর্থ হয়। তার বিকেলে বের হওয়া নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়।
মন্তব্য চালু নেই