দুপুরে ভারত যাচ্ছেন সাকিব
আইপিএলের চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। এরপর দেশের হয়ে মাঠ মাতাতে ঢাকায় চলে আসেন। যোগ দেন পাকিস্তানের বিপক্ষে গড়া বাংলাদেশ দলের ক্যাম্পে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হয়েছে। এবারই প্রথম তাদের বিপক্ষে ঐতিহাসিক পারফরম্যান্স করেছে বাংলাদেশ। তিনটি ওয়ানডেতে দাপুটে জয় তুলে নেওয়ার পর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও বড় জয় পায় টাইগাররা। যা কিনা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে প্রথম। এরপর প্রথম টেস্টেও পাকিস্তানের বিপক্ষে প্রথম ড্র এর স্বাদ পায় বাংলাদেশ। অবশ্য শেষ টেস্টটি অনেকটা বাজেভাবে হেরে যায় টাইগাররা।
একদিন আগেই টেস্টটি শেষ হওয়ায় সাকিব একদিন বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছেন। আর আজ দুপুরে আইপিএলে খেলতে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন।
যাওয়ার আগে সাকিব জানিয়েছেন এবারও আইপিএলের শিরোপা ধরে রাখার চেষ্টা করবে কলকাতা নাইট রাইডার্স, ‘আমরা গত তিনবারের মধ্যে দুইবার চ্যাম্পিয়ন হয়েছি। আশা করি, এবারও সে রকম কিছুই হব।’
আগামী ১৪ ও ১৬ মে কলকাতা নাইট রাইডার্সের দুটি খেলা রয়েছে। ১৪ তারিখ মুম্বাই ইন্ডিয়ান্স ও ১৬ তারিখ রাজস্থান রয়্যালসের বিপক্ষে। বর্তমানে ১২ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে শাহরুখ খানের কেকেআর।
মন্তব্য চালু নেই