দু’পা বিশিষ্ট এক সাথে ৪ বাছুরের জন্ম

রংপুর : গরুর কয় পা এটা কারো অজানা নয়। রচনা লেখতে গেলে পরীক্ষার্থীরা চার পা-ই লিখে থাকে। কিন্তু কখনো কি শুনছেন গাভী দু’পায়ের বাছুর জন্ম দিয়েছে। না শুনলেও এবার ঘটেছে তাই। গরুর রচনা আসলে পরীক্ষার্থীরা কি লিখবেন? রংপুরের পীরগাছা উপজেলার দু’পা বিশিষ্ট ৪টি বাছুরে জন্ম হয়েছে। জানা গেছে, উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব চর, নয়ারহাট ও চর ছাওলা বজড়াপাড়া গ্রামের চার কৃষকের গাভী দু’পা বাছুরের জন্ম দিয়েছে। রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ বাছুরগুলো নিতে চাইলে মালিকরা দিতে রাজি হননি। নিজ নিজ হেফাজতেই রেখে দিয়েছেন।



মন্তব্য চালু নেই