দু’চিকিৎসকের বিরোধ : হাসপাতালে অপারেশন কার্যক্রম বন্ধ

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকেঃ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দু’চিকিৎসকের বিরোধের জের ধরে অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ রয়েছে। অপারেশন করতে না পারা রোগীদের চরম দূর্ভোগ বেড়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৩৩ তম বিসিএস দেয়া ডা. মো.শরিফ ডেপুটিশনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের দায়িত্বে রয়েছেন। একটি অপারেশন সংক্রান্ত বিষয় নিয়ে এনাপিসিয়া (অজ্ঞান) বিভাগে ভর্তিকৃত ডা. মো. সাজ্জাদের সাথে বিরোধের সৃষ্টি হয়। বাক-বিতন্ডার এক পর্যায়ে ডা. মো.শরিফ হাত তোলে ডা. মো. সাজ্জাদেও শরীরে। এ নিয়ে দু’ চিকিৎসকের বিরোধের জের আরও প্রসারিত হয়। ডা. মো. সাজ্জাদের পক্ষ নিয়ে ভর্তিকৃত চিকিৎসকরা কর্মবিরতির ডাক দেয়। চিকিৎসার পরিবেশ না থাকায় তারা ঢাকায় বদলির দাবী তুলে আজ মঙ্গলবার অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ রাখে। ফলে অপারেশন করতে না পেওে চরম দূর্ভোগে পড়ে রোগীরা।

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন, হাসপাতালের উপ-পরিচালক ডা.মোহাম্মদ আলী। তিনি বলেছেন, বিষয়টি নিয়ে আমরা দু’পক্ষকে নিয়ে আলোচনায় বসেছিলাম। তারা সমঝোতায় পৌছেছে। বিষয়টি নিরসন হয়েছে।



মন্তব্য চালু নেই