দু’এক দিনের মধ্যে লন্ডন যাবেন খালেদা
চিকিৎসার জন্য দুএকদিনের মধ্যে লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমন তথ্যই জানিয়েছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।
এর আগে গত শনিবার রাতে সদ্য কারামুক্ত দলের উপদেষ্টা পরিষদের সদস্য শামসুজ্জামান দুদু বলেছিলেন, ‘আগামী ১১ আগস্ট তিনি (খালেদা) লন্ডনের উদ্দ্যেশে ঢাকা ত্যাগ করতে পারেন।’
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে শামসুজ্জামান দুদু বলেছিলেন, ‘ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করেছি। সার্বিক বিষয় নিয়ে কথা হয়েছে। মূলত চোখের চিকিৎসার জন্য তিনি লন্ডন যাচ্ছেন।’
অবশ্য একপক্ষ বলছে- মূলত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ঘটা করে তার জন্মদিন পালন করা থেকে বিরত থাকতেই তিনি বাংলাদেশ ছাড়ছেন।
মন্তব্য চালু নেই