দুই সন্তানের সামনে বাবাকে গলা কেটে হত্যা!
নরসিংদী: দুই শিশু সন্তানকে নিয়ে বৈশাখী মেলা থেকে বাসায় ফিরছিলেন নরসিংদীর পলাশের ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামের জহিরুল। ফেরার পথেই কয়েকজন দুর্বৃত্ত হামলে পড়ে তার ওপর। দুর্বৃত্তরা দুই সন্তানের সামনেই তাকে কোপানোর পর গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
বৃহস্পতিবার রাতে উপজেলার গালিমপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত জহিরুল গালিমপুর গ্রামের শামসুল মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, বাড়ির পাশে ভিরিন্দা গ্রামের মেলা থেকে দুই ছেলেসহ রিকশাযোগে বাড়ি ফিরছিলেন জহিরুল। পথে দুর্বৃত্তরা রিকশার গতিরোধ করে তাকে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানায়, পূর্ব শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য চালু নেই