দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা

স্বামীর সঙ্গে পারিবারিক কলহে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে দুই সন্তানের মুখে বিষ ঢেলে আত্মহত্যা করেছেন মা পাপিয়া সুলতানা। শুক্রবার রাত ১০টার দিকে ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদী উপজেলায়। দুই ছেলের মধ্যে এক ছেলেও মারা গেছে। বাকিজনের অবস্থাও আশঙ্কাজনক।

মৃত পাপিয়া সুলতানা ও শিশু জীবন উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী-সন্তান। গুরুতর অসুস্থ ইমনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ঢুলটি গ্রামের মিজানুর রহমানের সঙ্গে তার স্ত্রী পাপিয়া সুলতানার কথা কাটাকাটি হয়। এসময় নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে পাপিয়া সুলতানা দুই শিশু সন্তানের মুখে বিষ ঢেলে নিজেও বিষপান করেন।

বাড়ির লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রাত সাড়ে ১০টার দিকে পাপিয়া ও ছেলে জীবনের মৃত্যু হয়।

অন্য ছেলে ইমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা হয়েছে।



মন্তব্য চালু নেই