দুই শর্তে নগ্ন হবেন কিরা নাইটলি
গল্প কিংবা চরিত্রের প্রয়োজনে ক্যামেরার সামনে নগ্ন হওয়া নিয়ে হলিউড অভিনেত্রীদের তেমন ছুৎমার্গ থাকে না। কিন্তু কিরা নাইটলির ভাবনাটা একটু অন্যরকম। নগ্নতার প্রয়োজন হলে দুটি শর্ত জুড়ে দেবেন ২৯ বছর বয়সী ব্রিটিশ এই অভিনেত্রী। শর্তগুলো এলা- দৃশ্যটি বড় করা এবং ঘষামাজা করা যাবে না।কয়েক মাস আগে ইন্টারভিউ সাময়িকীর প্রচ্ছদকন্যা হওয়ার পর ক্যামেরার সামনে নগ্ন হয়েছিলেন কিরা। এমন কাজ আরও করার জন্য প্রস্তুত এই পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান তারকা।
টাইমস অব লন্ডনকে তিনি বলেছেন, ভিন্ন ভিন্ন কারণে বিভিন্ন সময়ে আমার শরীরকে অনেকেই কাজে লাগিয়েছে। সেটা হোক পাপারাজ্জিদের ক্যামেরায় কিংবা চলচ্চিত্রের পোস্টারে। তবে ইন্টারভিউ সাময়িকীর ফটোশুট শেষে মনে হলো, যদি বাড়াবাড়ি আর আমূল পাল্টে ফেলা না হয় তাহলে নগ্ন হওয়াই যায়।
তিনি আরও বলেন, নারীদের শরীর হলো যুদ্ধক্ষেত্রের মতো। যে কারও ছবি তুলে ফেলা সহজ কাজ। কিন্তু নারীদের শারীরিক গড়নকে শৈল্পিকভাবে উপস্থাপন করতে হলে দক্ষতা লাগে।
মন্তব্য চালু নেই