‘দুই ল্যান্ডকে সুন্দর মতন ওয়াশ, আরেক ল্যান্ড বাকি…’

ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টাল ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সোমবার সন্ধ্যায় জয়লাভের সঙ্গে সঙ্গে আনন্দ উল্লাসে মেতেছে সবাই। উল্লাসে মেতেছেন মিডিয়া জগতের মানুষেরাও। ফেসবুকে বইছে স্ট্যাটাসের ঝড়।

নাট্যকার মাসুম রেজা স্ট্যাটাস দিয়েছেন, ‘এখন তো পরিস্কার বোঝা যাচ্ছে বৃষ্টিতে ধুয়ে না গেলে অস্ট্রিলিয়াকেও ধুয়ে দিত বাংলাদেশ… দুই ল্যান্ডকে সুন্দর মতন ওয়াশ দেওয়ার পরে আরেক ল্যান্ড বাকি… কোনো ব্যাপার না…’

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী স্ট্যাটাস দিয়েছেন, ‘অভিনন্দন বাংলাদেশ, কোয়ার্টার ফাইনালে পৌঁছার জন্য। জ্বি, আটটার খবর সাতটায় প্রচার করে দিলাম। বাকিটা আল্লাহ ভরসা।’ মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরির পরে ফারুকী তার স্ট্যাটাসে লিখেছেন ‘অভিনন্দন মাহমুদুল্লাহ রিয়াদ! বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরির জন্য।’

অনন্ত জলিল লিখেছেন ‘আই ফিল হ্যাপি। আপনি?’ স্ট্যাটাসের ঝড় বয়ে যাচ্ছে চোখ বোলালেই বোঝা যাচ্ছে সবাই খুব হ্যাপি।

নায়ক আরেফিন শুভর সঙ্গে ফোনে যোগাযোগ করে তার অনুভূতি জানতে চাইলে দ্য রিপোর্টকে জানালেন জিমনেশিয়ানে জিম করছেন তিনি। দেশের জয়ে তিনি বেশ হ্যাপি। নায়িকা নিপুণ লিখেছেন, ‘সাবাস বাংলাদেশ।’

কণ্ঠশিল্পী আসিফ টাইগারদের অভিনন্দন জানিয়েছেন। স্ট্যাটাসে তুলে দিয়েছেন সেই গান- বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ/যাও এগিয়ে আমার বাংলাদেশ/তাকধিনাধিন ধিন ধিন না,/প্রাণপণে লড়ে যা,/জয় হবে নিশ্চিত, দুঃখ ভুলে যা/বাংলা মায়ের দামাল ছেলে/খেলবে আজ ছয়ে চারে/জয়ের নেশায় হেসে খেলে/ভাঙবে উইকেট বারে বারে।/দুলছে সবাই, গাইছে সবাই/করতালি মাঠে/ বিশ্বকাপের স্বপ্ন দ্যাখে/প্রাণে জোয়ার ওঠে। কণ্ঠশিল্পী তপু বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘সাবাস বাংলাদেশ!!’

চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহী তার ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন, ‘কনগ্রাচুলেশন বাংলাদেশ ক্রিকেট, উই আর হ্যাপি।’



মন্তব্য চালু নেই