দুই রুমের একটা এপার্টমেন্ট, কয়েক ঘন্টার ভাড়া ২০হাজার ডলার!

দুই রুমের একটা এপার্টমেন্ট। কয়েক ঘন্টার ভাড়া মাত্র ২০-২২ হাজার ডলার। টাকা নাহ কিন্তু.. মার্কিন ডলার। রেস্টুরেন্ট আছে, চাহিদা মোতাবেক খাবার বানিয়ে দেবে। এ ধরণের প্লেনগুলোকে বলা হয় লিগ্যাসি। লিগ্যাসি ক্যারিয়ারে ইকোনোমি, বিজনেস এবং প্রথম শ্রেণী ছাড়াও এপার্টমেন্ট ব্যবস্থা আছে। বাংলাদেশে হাফ ডজন লিগাসি সার্ভিস চালু আছে। আপনি আমি না চড়লেও এই এপার্টমেন্ট কমই খালি যায়। কারা চড়ে মাবুদ জানে?

আপনি আমি যেটাতে চড়ি, লো-কস্ট ক্যারিয়ার বা বাজেট ক্যারিয়ার ক্লাসের বালাই নেই। পছন্দমতে খাবারতো দূরে থাক.. আল্লাহর দেয়া নেয়ামত পানিও কিনে খেতে হয়। ওয়ানটাইম টিকেট, মিস করলে ফিনিস.. রিবুক করার সুযোগ নেই। ব্যাগেজ এলাউন্সও কিনে নিতে হয়। এই ক্যারিয়ারের কাজ হলো, গ্যারান্টি দিয়ে অল্প খরচে আপনাকে গন্তব্যে পৌঁছে দেয়া। নিশ্চিত থাকুন, আপনি গন্তব্যে যাবেনই, কারণ মাঝপথে নামিয়ে দেয়ার সুযোগ এখনও হয় নাই

লিগ্যাসি এবং বাজেট ক্যারিয়ারের মাঝখানে কিছু ক্যারিয়ার আছে, যাদের সুনির্দিষ্ট কোন নাম নেই। আমরা বলতে পারি মিড-ক্যারিয়ার। এদের ৩টা বা ২টা ক্লাস থাকে, তবে এপার্টমেন্ট নেই। খাবার দাবার নির্ধারিত এবং পরিমিত। নিয়মনীতি লিগাসি’র মত হলেও কাজকারবার বাজেট ক্যারিয়ারের মত। অতিরিক্ত কিছু চাইলেই পয়সা চায়

লিগ্যাসি, মিড-ক্যারিয়ার এবং বাজেট ক্যারিয়ার। টাকা আপনার, চয়েস আপনার।



মন্তব্য চালু নেই