দুই মেয়ের সামনেই মাকে ধর্ষণ!
বিধবা এই মহিলা দুই নাবালিকা কন্যা সন্তানকে নিয়ে নিজের বাড়িতে থাকেন। ওই মহিলার অভিযোগ, গত শনিবার রাতে নুর আলম নামে ওই যুবক বেড়া ভেঙে তাঁর ঘরে ঢুকে পড়ে।
দুই কন্যাসন্তানের সামনেই এক বিধবা মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল ভারতের জলপাইগুড়ির বানারহাটে। অভিযোগের তির ওই মহিলারই এক পরিচিত যুবকের বিরুদ্ধে। গত শনিবার রাত ২টো নাগাদ জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত নাথুয়া চানাডিপা এলাকায় ঘটে। বানারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরে এখনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তার হয়নি বলে বানারহাট থানা সুত্রে জানা গিয়েছে।
বিধবা এই মহিলা দুই নাবালিকা কন্যা সন্তানকে নিয়ে নিজের বাড়িতে থাকেন। ওই মহিলার অভিযোগ, গত শনিবার রাতে নুর আলম নামে ওই যুবক বেড়া ভেঙে তাঁর ঘরে ঢুকে পড়ে। এরপরে অস্ত্র দেখিয়ে মেয়েদের সামনেই ওই যুবক তাঁকে ধর্ষণ করে মহিলা পুলিশ কে জানিয়েছে। এমনকী, তাঁর বড় মেয়েকেও ধর্ষণের চেষ্টা করে। কিন্তু ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত যুবক এলাকা ছেড়ে চম্পট দেয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুরনো শত্রুতার জেরে এই ঘটনা কি না, পুলিশ তা খতিয়ে দেখছে বলে অতিরিক্তজেলা পুলিশসুপার ভোলানাথ পাণ্ডে জানিয়েছেন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। সোমবার রাতে মহিলা বানারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মন্তব্য চালু নেই