দুই মাস মাঠের বাইরে রুনি
ইনজুরির কারণে দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড ওয়েন রুনি। হাঁটুর লিগামেন্টের চোটে মাঠের বাইরে থাকতে হবে ম্যানইউয়ের তারকা এ ফুটবলারকে। ব্রিটিশ গণমাধ্যমগুলো এমন খবরই জানিয়েছে।
বৃহস্পতিবার ইউরোপা লিগে মিডজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ম্যানইউ। শেষ মুহুর্তে রুনির এমন ইনজুরির খবরে বড় ধাক্কা খেয়েছে হট ফেবারিটরা। এমনিতেই রেড ডেভিলদের শিবিরে ইনজুরির সমস্যা। তার উপরে রুনির খবরে মোটেও খুশি নন দলটির কোচ ফন গাল। গণমাধ্যমে ডাচ কোচ বলেন, ‘চোটের কারণে পুরো দলটি বিপর্যস্ত। প্রতিদিনই নতুন কেউ ইনজুরিতে পরছে। এতে সেরা কম্বিনেশন সেট করা খুব কঠিন হয়ে যাচ্ছে। কারণ যাকে নিয়ে পরিকল্পনা করছি সেই তো সরে যাচ্ছে!’
ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা সম্ভব না ম্যানচেস্টার ইউনাইটেডের। সুযোগ আছে ইউরোপা লিগ জেতার। কিন্তু রুনিকে হারিয়ে যে ধাক্কা ম্যানইউ পেল তা পুষিয়ে উঠতে পারাটাই বড় চ্যালেঞ্জ রেড ডেভিলদের।
মন্তব্য চালু নেই