দুই মাসের মধ্যে দিতির পরিবারে নেমে এলো আবারও মৃত্যুশোক

সদ্যপ্রয়াত নায়িকা পারভিন সুলতানা দিতির মৃত্যুশোক কাটতে না কাটতেই আরো দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে তাঁর পরিবারে। দিতির মৃত্যুর ঠিক এক মাসের দিন গত ২১ এপ্রিল পরপারে পাড়ি জমান দিতির ভাই আলভি। আর আলভির মৃত্যুর ঠিক ১৬ দিনের মাথায় গতকাল শনিবার রাতে মাত্র ৪০ বছর বয়সে চলে গেলেন দিতির ছোটভাই টিপু সুলতান।

মস্তিষ্কে রক্ত ক্ষরণজনিত কারণে টিপু সুলতান মৃত্যুবরণ করেন বলে ইউএনবির খবরে জানানো হয়েছে। টিপু সুলতান সাত ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন। গতকাল শনিবার রাতে ঢাকার সোহরাওয়ারর্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই শিশু সন্তান রেখে গেছেন।

বার্তাসংস্থা ইউএনবির খবরে বলা হয়, দিতির মৃত্যুর পর দুটি মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে মামা টিপু সুলতানের মৃত্যুতে ফেসবুকে গভীর শোক প্রকাশ করে একটি পোস্ট দেন দিতির মেয়ে লামিয়া চৌধুরী। তিনি লিখেন, আমার সবচাইতে ছোট মামা, টিপু মামা গতকাল রাতে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। তিনি দুইটি সন্তান রেখে গেছেন, যাদের বয়স পাঁচ বছরের নিচে। পুরোপুরি সুস্থই ছিলেন টিপু মামা, কেউ ভাবতে পারেনি যে একরাতের মধ্যে এতকিছু হয়ে যাবে।

ফেসবুক স্ট্যাটাসে প্রিয় ছোট মামার জন্য প্রার্থনা করতে লামিয়া সবাইকে অনুরোধ জানান।



মন্তব্য চালু নেই