দুই মন্ত্রীর বেশি কথায় শুরু থেকেই বিরক্ত আ.লীগ

মন্ত্রিত্ব পাওয়ার পর থেকেই খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযু্দ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বেশি কথা বলার অভ্যাসে আওয়ামী লীগ শুরু থেকেই বিরক্ত। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তেমনটিই সাংবাদিকদের জানিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শুরু থেকেই দুই মন্ত্রীর বেশি কথা বলার ব্যাপারটি দলের সর্বোচ্চ ফোরাম ভালোভাবে নেয়নি।’

সোমবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি ও বিচারাধীন বিষয় নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় জরিমানার শিকার হওয়া দুই মন্ত্রী স্বপদে বহাল থাকবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটি তাদের নৈতিক বিষয়।’



মন্তব্য চালু নেই