দুই বছর পর ফিরছেন দীঘি
দীর্ঘ প্রায় দুই বছর পর টিভি পর্দায় দেখা যাবে শিশুশিল্পী দীঘিকে। পড়াশোনার কারণে চলচ্চিত্র থেকে বিরতি নিলেও এবার তিনি এলিট মেহেদীর নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। যদিও এর আগেও তাকে এলিট মেহেদির বিজ্ঞাপনে দেখা গেছে। তবে গত দুই বছর দীঘি ছিলেন টেলিভিশন পর্দার বাইরে।
গত ৩ জুন ঢাকার বিভিন্ন লোকেশনে এলিট মেহেদি বিজ্ঞাপনটির দৃশ্যধারণ করা হয়েছে। এটি নির্মাণ করেছেন আনজাম মাসুদ।
জানা গেছে, শিগগিরই বিজ্ঞাপনচিত্রটির প্রচার শুরু হবে বিভিন্ন টিভি চ্যানেলে।
মন্তব্য চালু নেই