দুই নায়িকার মারামারি ছিলো পরিকল্পিত
চলতি বছরে বলিউডের সবচেয়ে আলোচিত ও নিন্দিত ঘটনার মধ্যে একটি ছিল এক্সপোজ ছবির দুই অভিনেত্রী সোনালি রাউত এবং জোয়া আফরোজের মধ্যে মারামারির ঘটনা। কিন্তু এই ঘটনাটি নাকি পুরোটাই ছিল সাজানো এবং তা করেছিলেন ছবিটির প্রচারনার জন্য। এমনটাই বলেছেন এক্সপোজ ছবির নায়িকা সোনালি রাউত।
এক্সপোজ ছবির দুই নায়িকার মধ্যে মারামারির গুঞ্জনটি প্রথম শোনা যায়, যখন এই দুই অভিনেত্রী কালারস টিভিতে কমেডি নাইট উইথ কাপিল অনুষ্ঠানে তাদের ছবির প্রচারনার জন্য গিয়েছিলেন। কাপিল শর্মার এই অনুষ্ঠানের পুরো ইউনিটের সামনে অভিনেত্রী জোয়া আফরোজ অপর অভিনেত্রী সোনালি রাউতকে চর মারেন।
কিন্তু সোনালি এখন বলছেন, ঘটনাটি ছিল সাজানো। এটি নাকি ছবির একটি দৃশ্য অনুকরণের করে করা হয়েছিল এবং তা করা হয়েছিল ছবিটির প্রচারণার জন্য।
ঘটনার কারণ উল্লেখ করে অভিনেত্রী সোনালি রাউত বলেন, সকল গুঞ্জন তৈরি করা হয়েছিল আসলে ছবির প্রচারণার জন্য। আর থাপ্পর মারার দৃশ্যটি ছিল ছবির একটি দৃশ্যের অনুকরণ মাত্র। বাস্তবে আমার সঙ্গে জোয়ার কোনো গোলমালের ঘটনা ঘটেনি।
মন্তব্য চালু নেই