দুই দিন বন্ধ থাকার পর ভোলা-লক্ষীপুর রুটে ফেরী চলাচল শুরু

টানা দুই দিন বন্ধ থাকায় ভোলা-লক্ষীপুর রুটের ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার সকালে ঝড়ের কবলে পড়ে ওই রুটের ইলিশা ঘাটের পল্টুন ও র‌্যাম ভেঙ্গে যাওয়ায় ভোলা-লক্ষীপুর রুটে ফেরী চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দিনভর চেষ্টা করেও তা সংস্কার করতে না পেরে মঙ্গলবার রাতে মাওয়া থেকে নতুন একটি পল্টুন ভোলার ইলিশা ফেরি ঘাটে আনা হয়। রাতভর এর সংযোগ কাজ শেষ হওয়ার পর বুধবার বিকাল থেকে ওই রুটে ফেরী চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার সকাল থেকে ভোলার সাথে দক্ষিণ ও পশ্চিমাঞ্চল্যের ২১ জেলার সড়ক পথে যাতায়াত ব্যবস্থা পুনরায় চালু হওয়ার মাধ্যমে সাধারণ যাত্রী, শ্রমিক ও চালকদের হতাশা দ্রু হয়েছে। তবে দুই দিনে আটকে থাকা উভয় পাড়ের শত শত যানবাহনের জট কমতে আরো ২/৩ দিন সময় লাগবে বলে জানিয়েছে ফেরী কর্তৃপক্ষ।

ফেরী চলাচলার মধ্যে দিয়ে হকার, যাত্রী ও পরিবহন শ্রমিকদের হাকডাকে জমজমাট হয়ে উঠেছে ঘাটের পরিবেশ।



মন্তব্য চালু নেই