দুই চাকায় বাহনে চড়ে বিশ্বভ্রমণে এই সুন্দরী
এক নারী৷ নেই হাতে তরবারি৷ আছে কেবল একটি দুই চাকার বাহন৷ তাতে চড়েই নেমে পড়েছেন গোটা বিশ্ব ঘুরে দেখতে৷ নাম তার লি রিক৷ জন্মসূত্রে জার্মান৷ তাই প্রাকৃতিক-কৃত্রিম, সব বিপর্যয় উপেক্ষা করে কেবল জেদকে সম্বল করেই প্রায় অর্ধেক দুনিয়া ঘুরে পা রেখেছেন ভারতের মাটিতে৷
পেশায় লেখক ছিলেন লি৷ কিন্তু শরীরে রক্ত যাযাবর বাবার৷ সেই আদর্শেই চাকরি ছেড়ে নেমে পড়েন রাস্তায়৷ বাবা বেরিয়ে পড়েছিলেন
হন্ডা নিয়ে, আর লি’র সম্বল তার ট্রাম্প টাইগার 800 XCA৷ ভালোবেসে যার নাম দিয়েছেন ক্লেও৷ শুরুটা করেছিলেন গত বছরের ডিসেম্বর মাসে৷ কনকনে শীতেই নিজের প্রিয় ‘ক্লেও’-তে সওয়ার হয়ে বেরিয়ে পড়েছিলেন৷ লক্ষ্য ছিল বিশ্বের ৩৭টি দেশ অতিক্রম করা৷
নিজের এই অসামান্য অভিযানে উজবেকিস্তান, তাজিকিস্তানের মতো দেশেও গিয়েছেন লি৷ বর্তমানে ভারতের চণ্ডীগড়ে রয়েছেন জার্মান সুন্দরী৷ এরপর চিন, পাকিস্তান হয়ে যাবেন নেপাল, মায়নামার, থাইল্যান্ডের দিকে৷ ২০১৭ সালে জার্মানিতে ফিরে সম্পূর্ণ করবেন এই এই বিশ্বভ্রমণের বৃত্ত৷
শুধুমাত্র কোনও জায়গা ছুঁয়ে যাওয়া নয় প্রত্যেক দেশের সংস্কৃতি, বাসিন্দাদের জীবনশৈলির সাক্ষী থাকছেন লি৷ চেখে দেখছেন সেখানকার খাবারও৷ বৈচিত্রের এই প্রতিটা মুহূর্তকে নিজের লেখার মধ্যে ধরে রাখছেন তিনি৷ যার নিয়মিত আপডেট থাকছে লি-এর ব্যক্তিগত ব্লগে৷
মন্তব্য চালু নেই