দুই কোটি টাকায় গাড়ি কিনলেন বিরাট!

এবার দুই কোটি টকায় গাড়ি কিনলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। অডির এ-৮ এল ডব্লিউ-১২ কোয়াত্রো মডেলের গাড়ি কিনেছেন তিনি৷ গাড়িটি কেনার পর ফেসবুকে তার ছবিটিও শেয়ার করেছেন এই ক্রিকেট তারকা।
এর আগেও অডিরই আর-৮, আর-৮ এলএমএক্স লিমিটেড এডিশন ও কিউ-৭ মডেলের তিনটি কিনেছেন কোহলি। তাঁর নতুন গাড়িটি ঘণ্টায় ১৫৫ মাইল বেগে ছুটতে পারে৷ মাত্র ৪.২০ সেকেন্ডের মধ্যেই ঘণ্টায় ৬০ মাইলের গতিবেগে পৌঁছে যেতে পারে এই বিলাস বহুল গাড়িটি।
মন্তব্য চালু নেই