দুই কারণে প্লে অফে খেলার সুযোগ পেতে পারে সাকিবের কলকাতা

২০১৫ আইপিএলে পয়েন্ট টেবিলে একটা সময় শীর্ষে ছিল কলকাতা নাইট রাইডার্স। টানা দুই ম্যাচ হেরে যায় কলকাতা। শীর্ষ চার থেকে স্থাভাবিক বিবেচনায় ছিটকে পড়ছে তারা। কিন্তু এখনো যেন একটি সম্ভাবনার বাতি তাদের সামনে। গতবারের চ্যাম্পিয়ান ও বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স এখন সে দিকে হয়তো তাকিয়ে আছে।

যোগ-বিয়োগে মিলে এই কলকাতা এবারও চ্যাম্পিয়ন হলে অবাক হওয়ার কিছু থাকবে না। কেননা নক আউট পর্বে কলকাতা দারুণ খেলে আসছে এর আগে। প্লে অফ নিশ্চিত করেছে ধোনির দল চেন্নাই। ১৪ টি ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে তারা। আসরের দ্বিতীয় দল হিসেবে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে রাজস্থান।

১৪ তম ম্যাচে কলকাতা রাজস্থানের কাছে হারলেও ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে কলকাতা। তাই সম্ভাবনা পুরোটা শেষ হয়ে যায়নি। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৩ ম্যাচ করে খেলে ১৪ পয়েন্ট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স আছে যথাক্রমে তালিকার পঞ্চম ও ষষ্ট স্থানে।

রোববার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে হায়দরাবাদ-মুম্বাই। এই ম্যাচ যদি বৃষ্টিতে পণ্ড হয়ে পয়েন্ট ভাগাভাগি হয় তাহলে দুই দলেরই পয়েন্ট হবে ১৫ করে।

অর্থাৎ, কলকাতা, হায়দরাবাদ ও মুম্বাই- তিন দলেরই পয়েন্ট হবে ১৫ করে। কিন্তু নেট রানরেটে কলকাতা অন্য দুই দলের চেয়ে এগিয়ে আছে। সেক্ষেত্রে প্লে-অফের টিকিট পাবে কলকাতা।

এ ছাড়া রোববার আরেক ম্যাচে মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ডেয়ারডেভিলস। এই ম্যাচে বেঙ্গালুরুকে দিল্লি অনেক বড় ব্যবধানে হারাতে পারলেও কলকাতা প্লে-অফে খেলতে পারবে। এখন দেখার বিষয় এই নাটক কোথায় গিয়ে দাঁড়ায়।



মন্তব্য চালু নেই