দুই আঙুলের দানব

১৬৩ বল, ২২৩ মিনিট, ২৩৭ রান, অপরাজিত ব্যাটসম্যান! এটাকে কি বলা যায় দানবীয় ইনিংস ? ঝড় ? সাইক্লোন ? কোন কিছুতেই এর ব্যাখ্যা ঠিক মেলেনা। আর যিনি এই ইনিংসটি খেললেন তার অতীত ঘাটলে এই ইনিংস কেন তার পুরো ক্যারিয়ারের মাহাত্ম্য বেড়ে যায় কয়েক গুণ।

বয়স মাত্র ১৩, এই বয়সে যখন গাপ্টিল ক্রিকেটার হবার সপ্নে বিভোর তখনি দুর্ঘটনায় বাম পায়ের তিনটি আঙ্গুল হারান তিনি। সেই থেকে ডাক নাম হয়ে যায় “Two Toes” বাংলায় বলতে গেলে ‘দুই আঙুল’। তার বাবার মতে ‘এটা তাকে আরও দৃঢ়প্রতিজ্ঞ করে তোলে। সে বুঝতে শুরু করে এক মুহুর্তে জীবনে সব কিছুই হারিয়ে যেতে পারে এবং সে এটার পুর্ন ব্যবহার করেছে’।

দুর্ঘটনার পর সাবেক কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিং তাকে হাঁসপাতালে দেখতে গিয়েছিলেন। তারা বাবা বলেন এই দুর্ঘটনা গাপ্টিলকে মোটেও ক্রিকেট থেকে দূরে নিয়ে যায়নি উলটো মনোভাবকে ক্রিকেটের দিকে ধাবিত করেছে।

আজও ইনিংসের শুরুতেই তার ক্যাচ ফেলে দেন স্যামুয়েলস। যদি তিনি জানতেন সব হারিয়ে ফেলার ভয় দূর হয়ে গেলে গাপ্টিল কতটা দৃঢ়প্রতিজ্ঞ কতটা ভয়ংকর হয়ে উঠবেন তাহলে হয়ত আজ ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য অন্যভাবে লেখা হোত।



মন্তব্য চালু নেই