দীপিকা-কারিনাকে হটিয়ে ভূমি পেড়নেকর

রথম ছবি ‘দম লাগাকে হেইশা’য় অভিনয়ের পর থেকেই সবার মন জয় করে চলেছেন অভিনেত্রী ভূমি পেড়নেকর। এবার বলিউডের জনপ্রিয় নির্মাতা সঞ্জয়লীলা বানসালিকেও কাবু করলেন তিনি! শিগগিরই এই নির্মাতার একটি ছবিতে দেখা যাবে তাকে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সাহির লুধিয়ানভির জীবন নিয়ে নির্মাণাধীন ছবির জন্য বানসালি তার পছন্দের অভিনেত্রী কারিনা কাপুর খান ও দীপিকা পাড়ুকোনের কথা ভেবেছিলেন। প্রিয়াঙ্কা চোপড়ার নামও উঠেছিলো।

নতুন খবর হলো, ‘গুসতাকিয়া’ নামের ছবিটিতে চূড়ান্ত করা হয়েছে ভূমিকে। ২৬ বছর বয়সী এই অভিনেত্রী অভিনয় অমৃতা প্রীতম চরিত্রে।



মন্তব্য চালু নেই