দীপিকার ‘মাস্তানি’ দেখে ঘোরে অমিতাভ!
আঠারো ডিসেম্বর বলিউডে মুক্তি পেয়েছে মেধাবী নির্মাতা সঞ্জয় লীলা বানসালি পরিচালিত আলোচিত ছবি ‘বাজিরাও মাস্তানি’। আর এই ছবিটি দেখে এখনও ঘোর কাটছে না বলিউডের মেগাস্টার বিগ বি খ্যাত অমিতাভ বচ্চনের!
জানা গেছে, নানান আলোচনা আর সমালোচনার পর গত আঠারো ডিসেম্বর মুক্তি পেয়েছে রনবীর সিং ও দীপিকা পাডুকোন অভিনীত ঐতিহাসিক সিনেমা ‘বাজিরাও মাস্তানি’। আর এই ছবিটি দেখে এখনও ঘোরে আছেন অমিতাভ বচ্চন। এমন কথা জানিয়ে সম্প্রতি নিজের টুইট ও ফেসবুকে স্ট্যাটাস দিয়েচেন অমিতাভ নিজেই!
‘বাজিরাও মাস্তানি’ দেখে বিগ বি এতটাই চমৎকৃত হয়েছেন যে, ছবিতে দীপিকা, রনবীরের অভিনয় নাকি এখানো চোখে লেগে আছে তার। সিনেমা দেখে অভিভূত হওয়ার কথাও জানিয়েছেন অমিতাভ!
এমনকি ক্যামেরার পিছনের মানুষটির জন্যও মুগ্ধতা প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন। মেধাবী নির্মাতা সঞ্জয় লীলা বানসালিকেই অবশ্য এরজন্য প্রাধান্য দেন।
মন্তব্য চালু নেই