দীপিকার পার্টিতে শাহরুখসহ শীর্ষ তারকারা

কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছে সুজিত সরকার পরিচালিত পিকু। ছবিটিতে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন দীপিকা পাডুকোন।

তাই বড়সড় এক পার্টিই দিয়ে বসলেন এই অভিনেত্রী। পার্টিতে উপস্থিত ছিলেন শাহরুখসহ বলিউডের শীর্ষ তারকারা।

মুম্বাইয়ের একটি রেস্তরাঁয় এই পার্টি দেন দীপিকা। সেখানে শাহরুখ খান, রণবীর সিং, আলিয়া ভাট, কঙ্গনা রানাউত, অর্জুন কাপুর, হুমা কুরেশি, করণ জোহর, আদিত্য রয় কাপুর, কলকি কোয়েচলিন, সঞ্জয় লীলা বনশালী, সোহেল খান থেকে শুরু করে অর্ধেক বলিউড সেলেবস হাজির হন।



মন্তব্য চালু নেই