দীপিকার দর্শন পেতে ১২ লাখ মিসকল
বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল দীপিকা পাড়ুকোন। আগামী ৩০ মে ইউনিলিভার বাংলাদেশের আয়োজনে লাক্সের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে ঢাকায় আসবেন তিনি।
এ অনুষ্ঠানের প্রচার প্রচারণার অংশ হিসেবে দীপিকার ভক্তরা দীপিকার সঙ্গে দেখা করতে পারবেন বলে আগেই ঘোষণা করা হয়েছিল। শর্ত ছিলো লাক্স সাবানের মোড়কে লেখা একটা নম্বরে মিসকল দিতে হবে। মিসকল থেকে বিজয়ীদের নির্বাচন করা হবে। অবিশ্বাস্য হলেও সত্যি বর্তমান সময় পর্যন্ত হিসেব মতে দীপিকার সঙ্গে দেখা করার সুযোগ হিসেবে এ পর্যন্ত ১২ লাখ মানুষ সে নম্বরটিতে মিসকল দিয়েছেন।
এদিকে দীপিকা ঢাকায় পৌঁছেই লাক্স আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।এ অনুষ্ঠানটি দুভাগে বিভক্ত করা হয়েছে।
অনুষ্ঠানের প্রথম পর্বে থাকছে লাক্স এর একটি বিশেষ পণ্যের প্রচারণা অনুষ্ঠান।এছাড়া দ্বিতীয় পর্বে থাকবে বাংলাদেশের লাক্স সুন্দরীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান।এ অনুষ্ঠানে দীপিকা অভিনীত বিভিন্ন ছবির গানের সঙ্গে পারফর্ম করবেন তিন লাক্স সুন্দরী মিম ও মেহজাবীন, শনারেই দেবী শানু।
মন্তব্য চালু নেই