দীপিকাকে চুমু দেওয়ায় রণবীরের বিরুদ্ধে এফআইআর
এআইবি নকআউট অনুষ্ঠানের কারণে আবার এফআইআর ফাইল হয়েছে রণবীর সিংয়ের বিরুদ্ধে। অনুষ্ঠানে তার কথিত প্রেমিকা দীপিকা পাড়ুকোনের গালে চুমু দেওয়ার কারণে তার বিরুদ্ধে এফআইআর ফাইল করা হয়েছে।
ভারতের মহারাষ্ট্র পুলিশের সাব-ইন্সপেক্টরের দায়িত্বে থাকা ওয়াজির শেখ নামের এক ব্যক্তি এ এফআইআর ফাইল করেছেন। জনসম্মুখে অশ্লীল অঙ্গভঙ্গি এবং পর্নোগ্রাফী প্রচারের দায়ে এআইবি টিম, করণ, অর্জুন, সোনাক্ষি, রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
এ সম্পর্কে ভারতীয় একটি দৈনিক পত্রিকাকে সাব-ইন্সপেক্টর ওয়াজির শেখ বলেছেন, ‘রণবীর জনসম্মুখে দীপিকাকে চুমু দিয়েছে এবং দীপিকা বিষয়টিতে সাড়া দিয়েছে। এই বিষয়টি নৈতিকতা বহির্ভূত । আর অনুষ্ঠানটি শুট করা হয়েছে নির্দিষ্ট সংখ্যক দর্শকের মধ্যে। কিন্তু অনুষ্ঠানটি ইউটিউবে প্রচার অশ্লীলতা প্রচারের শামিল।’
তাদের বিরুদ্ধে ভারতীয় প্যানেল কোর্ট ২৯২ (যেটা পর্নোগ্রাফী বিক্রির সঙ্গে সংযুক্ত) এবং ২৯৪ (জনসম্মুখে অশ্লীল অঙ্গভঙ্গি) ধারায় মামলা দায়ের হয়েছে। এ ধারায় দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ দুই বছরের কারাদন্ড এবং দুই হাজার টাকা জরিমানা হতে পারে।
মন্তব্য চালু নেই