দীপিকাকে কী নামে ডাকেন রণবীর?
সম্পর্ক যে রয়েছে, তা আর ইদানীং গোপন করেন না দীপিকা–রণবীর সিং। সম্প্রতি নীতা আম্বানির পার্টিতে হাত ধরেই গেছিলেন।
তবে সম্পর্ক নিয়ে মুখও খোলেন না দু’জন। বিয়ে কবে করবেন, সেই নিয়েও মুখে কুলুপ। এবার তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন রণবীর সিংয়ের বেস্ট ফ্রেন্ড অর্জুন কাপুর। ফাঁস করে দিলেন, ‘পিকু’র নায়িকাকে কী নামে ডাকেন রণবীর। ‘বুবু’- হ্যাঁ, এই নামেই বান্ধবীকে ডাকেন রণবীর সিং। দীপিকা এবং রণবীর- দু’জনেরই বেশ ঘনিষ্ঠ অর্জুন কাপুর। এহেন বন্ধুর কথা ফাঁস করে দেয়াতে তাই খুব একটা কিছু মনে করেননি দু’জন। সূত্র: আজকাল
মন্তব্য চালু নেই