দীপাবলিতে ভারতীয় জওয়ানদের জন্য কফি বানালেন অশ্বিন, কেন?

রবিচন্দ্রন অশ্বিন। বিগত কয়েক বছর ধরে ভারতীয় বোলিং-এর এক নির্ভরযোগ্য নাম। সেই তিনিই এবার দীপাবলির আগে এক অভিনব উপায়ে বার্তা দিলেন টুইটারে। সেই বার্তাটি ভারতীয় জওয়ানদের উদ্দেশে যাঁরা রোদ, জল, ঝড়-ঝাপটা, উৎসবের আনন্দ সকল কিছু উপেক্ষা করে নিত্যদিন পড়ে থাকেন বর্ডারে, কোনও অন্য কারণে নয়, শুধুমাত্র যাতে আমরা নিরাপদে থাকতে পারি, তার জন্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘জওয়ানদের জন্য বার্তা’ক্যাম্পেনে যোগ দিয়েই অশ্বিন টুইটারে পোস্ট করেছেন একটি ভিডিও। ভিডিও-য় যে পদ্ধতিতে তিনি বার্তা দিয়েছেন দেশবাসীর জন্য, তা আরও অনেককেই যে উৎসাহিত করবে এই ক্যাম্পেনে যোগ দেওয়ার জন্য, তা বলাই বাহুল্য। ভিডিও-য় দেখা যাচ্ছে অশ্বিন দুটি কাপে কফি তৈরি ক্যামেরার সামনে বসেছেন। একটি কাপ তাঁর নিজের জন্য এবং অন্যটি সেই জওয়ানদের জন্য।

এরপর তিনি সেই বিষয়গুলি সকলকে আরও একবার মনে করিয়ে দেন, যেভাবে জওয়ানরা সমস্ত কিছু ত্যাগ করে দেশের জন্য লড়ে যান। তিনি বলেন, ‘আজ দীপাবলির এই পবিত্র উৎসব আমরা সকলেই নিজেদের মতো করে উদ্‌যাপন করছি। কিন্তু এমন অনেকে রয়েছেন, যাঁরা এমন সুন্দর উৎসবের দিনগুলিতেও ছুটি পান না। অথচ তাঁরাই আমাদের প্রতিনিয়ত রক্ষা করে চলেছেন এবং সেই কারণেই সকলের বাড়ি আজ আলোয় পরিপূর্ণ। আমি স্যালুট জানাই সেই সাহসী জওয়ানদের। একই সঙ্গে ভারতীয় সশস্ত্রবাহিনীকে আমার তরফ থেকে দীপাবলির অনেক শুভকামনা। আমি দু’কাপ কফি বানিয়েছি। একটা আমার জন্য, আর অন্যটা তাঁদের উদ্দেশে। কোনও একদিন এটা আমরা একসঙ্গে বসে উপভোগ করব।’



মন্তব্য চালু নেই