দীপনের মৃত্যুতে বিএনপির দোয়া মাহফিল

জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ও জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বৃহস্পতিবার দোয়া মাহফিল করবে বিএনপি।

এদিন বাদ জোহর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

বুধবার বিএনপির সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার দুর্বত্তদের হামলায় শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজ কার্যালয়ে নিহত হন প্রকাশক ফয়সল আরেফিন দীপন। একই দিন আরেক প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ আরো তিন জন দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন।



মন্তব্য চালু নেই