দীঘির জন্মদিন আয়োজনহীন

বাংলা ছবির এক সময়কার জনপ্রিয় ও ব্যস্ততম শিশু শিল্পী দীঘির জন্মদিন ২৬ অক্টোবর। দীঘির পরিবার থেকে জানানো হয় আয়োজনহীন ভাবেই কাটবে দীঘির এই জন্মদিন। কারণ দীঘির পরীক্ষা সামনে এখন পড়ালেখার অনেক চাপ। তাই কোন ধরণের অনুষ্ঠানের আয়োজন করছে না পরিবার।

দীঘি  বলেন, ‘আমার জন্মদিনে সবার কাছে একটাই চাওয়া সবাই যেন আমার জন্য দোয়া করেন। আমার পরীক্ষাটা যেন ভালো হয়। আর জন্মদিনে বাসায় বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবো।’

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্তার প্রাপ্ত এই ক্ষুদে অভিনেত্রী অভিনেত্রী দোয়েল ও অভিনেতা সুব্রতর ছোট মেয়ে। মা মারা যাবার পর বাবার আদর যত্নেই বেড়ে উঠছে দীঘি। পরিবারের সিদ্ধান্তে ২০১১ সাল থেকে কোন প্রকার চলচ্চিত্রে কাজ করেছন না দীঘি। তবে বছরে দু একটা নতুন বিজ্ঞাপনচিত্রের কাজ করেন তিনি।



মন্তব্য চালু নেই