‘দিল ধাড়কানে দো’ সিনেমার নতুন গান (ভিডিও)

জুনের ৫ তারিখে বলিউডে মুক্তি পেতে চলেছে রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া, আনুশকা শর্মা ও ফারহান আখতার অভিনীত সিনেমা ‘দিল ধাড়কানে দো’। জোয়া আখতারের পরিচালনায় তৈরি হচ্ছে এই সিনেমা।

ইতিমধ্যেই স্পেন ও তুরস্কে সিনেমাটির শুটিং করা হয়েছে। সেখানে অনেকদিন ধরে একটি সুদৃশ্য ক্রুজে শুটিং করেছেন পরিচালক জোয়া আখতার। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অনিল কাপুর। তিনি রণবীরের পিতার ভূমিকায় অভিনয় করেছেন।

এই সিনেমার টাইটেল ট্রাকটি গেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। গানে তাকে সঙ্গত দিয়েছেন ফারহান আখতার। পাশাপাশি ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে ‘দিল ধাড়কানে দো’ সিনেমাটির ট্রেইলার।

সম্প্রতি মুক্তি পেয়েছে সুখবিন্দর সিং, শঙ্কর মহাদেবন সহ বেশ কয়েকজনের গাওয়া এই সিনেমার একটি নতুন গানের ভিডিও।

Dil-Dhadakne-Do-Shooting poster1430711584

দেখুন গানটি:



মন্তব্য চালু নেই