দিল্লি বহু দূর!

দারুণ ফর্মে রয়েছেন লিওনেল মেসি। তার দল বার্সেলোনাও যেন উড়ছে। বুধবার স্প্যানিশ লা লিগার খেলায় আলমেরিয়াকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে কাতালান ক্লাবটি। ওই ম্যাচে অসাধারণ একটি গোল করে দলকে লিড এনে দেন মেসি।

সঙ্গে লুইস সুয়ারেজের জোড়া গোল আর মার্ক বারতার হেড থেকে পাওয়া গোলে আত্মবিশ্বাসী এক জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করেছেন তারা।

৩০ ম্যাচ খেলে মেসি-নেইমার-সুয়ারেজের দলের সংগ্রহ ৭৪ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে রয়েছে বার্সা। তবে শিরোপা জয়ের ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যায় না বলে মনে করেন মেসি। এই মুহূর্তে ব্যাপারটি তার কাছে যেন, দিল্লি বহুদুর!

অনিশ্চয়তার সুরে মেসি বলেন, ‘আমরা আলমেরিয়ার বিপক্ষে ৪-০ গোলে জিতেছি। কিন্তু এখনো অনেক দুর যেতে হবে। প্রতিটি ম্যাচে আমাদের কঠিন লড়াই করতে হবে। ঢেলে দিতে হবে নিজেদের সেরাটা। তবেই কি না আমরা চ্যাম্পিয়ন হতে পারব। আশা করি এই ফর্ম ধরে রাখতে পারলে এবারের লা লিগার শিরোপা উঠবে বার্সেলোনার শোকেসেই।’



মন্তব্য চালু নেই