দিল্লিকে হারিয়ে তৃতীয় জয়ের দেখা পেলো পুনে

দিল্লি ডেয়ারডেভিলস ৭ উইকেটের হারিয়েছে আইপিএলে তৃতীয় জয়ের দেখা পেলো রাইজিং পুনে সুপারজায়ান্টস। দিল্লি দেওয়া ১৬৩ রানের টার্গেট ব্যাট করতে নেমে আজিঙ্কা রাহানের দুর্দন্ত ব্যাটিয়ে ৩ উইকেট হারেয় জয়ের বন্দরে পৌছে যায় ধোনির পুনে ।

দলের ‍তৃতীয় জয়ের দিন পুনের ওপেনার রাহানে ৪৮ বলে ৭ চারে অপরাজিত ৬৩ রানের এক উইনিং ইনিংস খেলেন।

বৃহস্পতিবার (৫ মে) দিল্লির ফিরোজশাহ কোটলায় রাইজিং পুনে সুপার জায়ান্টস’র কাছে টস হেরে ব্যাটিংয়ে নামে দিল্লি ডেয়ার ডেভিলস। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬২ রানের সংগ্রহ পায় দিল্লি।

শুরুতেই পান্ডেকে হারিয়ে বিপদে পড়ে দিল্লি। সেই বিপর্যয় দ্রুতই সামাল দেন কারুন নায়ার এবং সানজু স্যামসন। ২০ রান করে বোল্যান্ডের বলে স্যামসন আউট হলে দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটসম্যান জেপি ডুমিনি।

কিন্তু কারুন নায়ার ৩২ রান করে ফিরে গেলে আবারো বিপদে পড়ে দিল্লি।

স্যাম বিলিংসকে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে ৪৫ রান করে দিল্লিকে ম্যাচে ফিরিয়ে আনেন ডুমিনি। বিলিংস ২৪ এবং ডুমিনি ৩৪ রান করে আউট হলে শঙ্কায় পড়ে যায় দিল্লি।

কিন্তু শেষের দিকে কার্লস ব্র্যাথওয়েটের ঝড়ো ৮ বলে ২০ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রানের লড়াকু সংগ্রহ পায় দিল্লি। পুনের হয়ে ভাটিয়া এবং বোল্যান্ড দুইটি করে উইকেট পান।



মন্তব্য চালু নেই